Sunday, June 9, 2024

জগন্নাথ দেবের ৫৬ ভোগ ও তার রন্ধন প্রণালী সম্পর্কে জানতে দেখুন পুরো ভিডিও।| JAGANNATH PURI MONDIR||

 



https://youtu.be/oaYPdpn9Emk?si=qd7uoWohLrAQkxaU


প্রতিদিন জগন্নাথ দেবের ৫৬টা ভোগ হয়। তার সাথে দেয়া হয় ৩৬ ব্যঞ্জন। এসব ভোগের সামগ্রীর মাঝে রয়েছে, পঞ্চ ভূত+পঞ্চ তন্মাত্র+দশইন্দ্রিয় +ছয় ঐশ্বর্য +ছয় প্রপঞ্চ+ ছয় রিপু+ছয় ভোগ+ছয়দণ্ড+ছয়অহংকার =৫৬ টি। আর ব্যঞ্জন গুলো হলো,চতুর্ব্বেদ+ চতুর্দশ শাস্ত্র+অষ্টাদশ মর্ম= ৩৬ টি। তবে ভক্তি চন্দন চর্চিত এক মন তুলসী না দিলে কোন ভোগই জগন্নাথের সেবায় লাগে না। বিস্ময়ের ব্যাপার হলো এর কোনটিই বাজারে মেলে না।কিনতেও পাওয়া যায় না।সবই ভক্ত হৃদয়ের ধন আসলে হৃদয়ের জগন্নাথকে হৃদয় নিঃসৃত ধনেই তৃপ্ত পুরীতে শ্রীশ্রী জগন্নাথদেবের ছাপ্পান্ন ভোগের প্রধান ৫৬ টি সহ ১০৮ টি পদের বিবরণঃ- ১) জগন্নাথবল্লভ,২) কণিকা,৩) নুনফেনী,৪) ধনুশ্বরন,৫) ফেনা,৬) খড়ি কামড়া,৭) বড়পুরি,৮) বড়নাড়ী,৯) সান নাড়ী,১০) চন্দ্রকান্তি,১১)হংসকেলি,১২) কাকরা,১৩) সান ঝিলি,১৪) পনশুয়া,১৫) বড়ঝিলি,১৬) বড়া,১৭) আরিষা,১৮) মরিচলাড্ডু,১৯) পাগ আরিষা,২০) কাকাতুয়া ঝিনি,২১) তিপুরী,২২) খিরিষা,২৩) অরখফুল,২৪) গজা,২৫) মেনঢাশিঙ্গিয়া,২৬) সরকুম্পা,২৭) চউতাপুরি,২৮) সরুচ কুলি,২৯) নিমকি,৩০) মগজনাড়ু,৩১) খজা,৩২) ডালিম্ব,৩৩) পারিজাতক,৩৪) সরমন্ডা,৩৫) সরভাজা,৩৬) খোয়ামণ্ডা,৩৭) মাণ্ডুয়া,৩৮) অমৃত রসাবলী,৩৯) অমালু, ৪০) বল্লভকোরা,৪১) চড়েইনদা,৪২) সুয়ারি,৪৩) বড় খিরিয়া,৪৪) ছানা মান্ডুয়া, ৪৫) নারিকেল লাড্ডু,৪৬) কড়ম্বা,৪৭)সাতপুরি,৪৮) মাথপুলি,৪৯) ছানাপিঠা,৫০) হংস বল্লভ,৫১) সেবতি ঝিলি,৫২) সর,৫৩) এন্ডুরী,৫৪) সরপাপুড়ি, ৫৫) নড়িয়াখুদি,৫৬) খণ্ড মণ্ডা,৫৭) মহাদেঈ,৫৮) বুঁদিয়াখিরি,৫৯) পিঠাপুলি, ৬০) শ্রীহস্তকোরা,৬১) জেনামণি,৬২) গুড়াখিরিয়া,৬৩) মোহনভোগ,৬৪) সরকাকরা,৬৫) নুনখুরমা,৬৬) কঁলপুলি,৬৭) খইরচুর,৬৮) লক্ষ্মীবিলাস,৬৯) অটকালি, ৭০) বলিবামন,৭১) ছানাচটকা,৭২) চুলিয়া চুপড়া,৭৩) শেউ,৭৪) চুঁচিপত্র,৭৫) চিউতপিঠা,৭৬) পোড়া পিঠা,৭৭) মাখন,৭৮) অতরছমন্ডা,৭৯) সরপণা,৮০) গঁইঠা পিঠা,৮১) ফেনা মণ্ডা,৮২) মালপোয়া,৮৩) খলিরুটি,৮৪)রাধাবল্লভী, ৮৫) সরু অন্ন,৮৬) খেচরান্ন,৮৭) অন্ন,৮৮) কর্মা বাই খিচুড়ি,৮৯) সোনাথালি খিচুড়ি,৯০) নুখুরা খিচুড়ি,৯১) বগড়া অন্ন,৯২) দধি পখাল,৯৩) টভা পখাল,৯৪) সুবাস পখাল,৯৫) মরিচপানি,৯৬) মহুর,৯৭) বেসর,৯৮) রাঈতা,৯৯) শাকর,১০০) শান্তুলা,১০১) কদল বড়া,১০২) রহনি,১০৩) খটেই,১০৪) কাঞ্জী,১০৫) ভজা,১০৬) দই কড়ি,১০৭) কণীকা (পুস্পান্ন),এবং ১০৮) পরমান্ন… ইত্যাদি। (এখানে কিছু কথা জানিয়ে রাখা দরকার, জগন্নাথ দেবের ভোগে কিছু দ্রব্য ও বস্তুকে নিষিদ্ধ করা আছে, যেমন ১) সিদ্ধ চাল,২) গোল আলু,৩) পেঁয়াজ,৪) রসুন,৫) সাদা লবন, ৬) কলে পেষা আটা, ৭) ভিন্ডি / ঢেড়স,৮) চিনি,৯) ডাঁটা,১০) লাউ,১১) কপি,১২) পুই শাক,১৩) উচ্ছে,১৪) সজনে ডাঁটা,১৫) লঙ্কা … ইত্যাদি। প্রতিদিন হাজার হাজার এমনকি ক্ষেত্রবিশেষে লাখ লাখ ভক্ত বিশেষ করে দরিদ্র,অসহায়,নিরন্ন মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেবার এই অসামান্য কর্মযজ্ঞ সম্পন্ন করা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রায় দুই হাজার বছর ধরে। জগন্নাথ দেবের ৫৬ ভোগ পঞ্চভূত পঞ্চতন্মাত্র দশ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয়

No comments: